স্বাগতম!
সাহিতে্যর বিভিন্ন শাখায় যাদের বিচরণ, তাদের অনেকেই আজ অনবাসী। বিভিন্ন দেশে বসবাসরত সেসব কবি/সাহিতি্যকদের মধে্য সেতুবন্ধন এবং বিশ্ববাঙালির কাছে তাদের পরিচয় তুলে ধরার জন্য দেশেবিদেশের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। সাহিত্যাঙ্গনের কোন একটি শাখায় আপনার বিচরণ থাকলে অনুগ্রহ পূর্বক বাংলায় কম্পোজকৃত আপনার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং একটি ছবি পাঠিয়ে আমাদের এ উদে্যাগকে সহযোগিতা করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে-
নজরুল মিন্টো
info@deshebideshe.com
