আহমেদ হোসেনঃ কথার পরে কথা সাজিয়ে মঞ্চ এবং টেলিভিশন অনুষ্ঠানের একজন দক্ষ উপস্থাপক শিল্পী আহমেদ হোসেন, এছাড়াও তিনি একজন অভিনেতা, আবৃত্তি শিল্পী, সংগঠক এবং নাট্যনির্দেশক। ছেলেবেলা থেকেই ভালোলাগে তাঁর অভিনয় এবং কিশোর বয়স থেকে তিনি জড়িয়ে আছেন নাট্যচর্চায় ওতপ্রোতভাবে। শিশু একাডেমি আয়োজিত নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহন ও দল বেঁধে পাড়ায় নাটক মঞ্চায়ন ছিলো তার মধ্যে অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবনে তিনি “নাট্য শিক্ষাঙ্গন” থেকে অভিনয়ের উপর এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন ...করেন। মঞ্চ এবং টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি অংশগ্রহন করেছেন বৃটিশ নাট্যনির্দেশক ডেবোরা ওয়ার্নার, জার্মানীর নাট্যব্যক্তিত্ব আলেকজান্ডার ষ্টিলমার্ক, ফ্রান্সের নাট্যব্যক্তিত্ব ফ্রাঁসোয়া কর্তৃক আয়োজিত নাট্য কর্মশালা সহ শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মশালায়। অভিনয়ের পাশাপাশি তখন থেকেই সমান্তরালভাবে শিল্পী নিজেকে যুক্ত রেখেছিলেন আবৃত্তির সাথে, তিনি জড়িত ছিলেন আবৃত্তি পরিষদ এবং কন্ঠশীলন নামের আবৃত্তি ইনস্টিটিউট এর সাথে। বাংলাদেশ টেলিভিশনে তিনি অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে ধারাবর্ণনা করেছেন। বর্তমানে তিনি টরন্টোর বিভিন্ন মঞ্চ এবং টেলিভিশন অনুষ্ঠানের একজন দক্ষ আবৃত্তি শিল্পী।