Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ , ১৯ অগ্রহায়ণ ১৪২৯

Priyanka Agnila Iqbal

প্রিয়াংকা অগ্নিলা ইকবাল: চিত্রশিল্পী বাবা সৈয়দ ইকবাল ও মা শাহানা ইকবাল, তাদের একমাত্র মেয়ে অগ্নিলা। ২০০১ সালে বাবা-মায়ের সঙ্গে কানাডা আসেন। এখানে অগ্নিলা ভর্তি হলেন ইষ্টার্ন স্কুল অব কমার্সে। মেধার স্বাক্ষর রাখেন অগ্নিলা কানাডাতেও। কানাডার হায়ার স্কুল ডিগ্রী ওএসডিডি’তে ভাল রেজাল্টের জন্য ‘কুইন এলিজাবেথ এইম ফর দ্য টপ স্কলারশিপ’ এবং কানাডা সরকার থেকে ‘অন্টারিও স্কলার অ্যাওয়াডর্’ অর্জন করেন। ২০০৬ সালে ভর্তি হন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব টরেন্টোর আন্তজার্তিক উন্নয়ন বিভাগে। বর্তমানে পড়ছেন রাজনীতি বিজ্ঞান নিয়ে টরন্টো বিশ্ববিদ্যালয়ে। কানাডার প্রবাসী জীবনেও অগ্নিলা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জড়িত আছেন। 

অগ্নিলার প্রথম ধারাবাহিক নাটক ছিল বিপ্রতীপ। সময়টা ছিল ১৯৯৯ সাল। পরের বছর এটি প্রচারিত হয় একুশে টিভিতে। নাটকটির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এ কারণে পরে বিপ্রতীপ-২ নামে আরেকটি পর্ব করা হয়। এক যুগ পর একই পরিচালকের আরেকটি ধারাবাহিকে অভিনয় করেছেন অগ্নিলা। নাটকের নাম রোদ। এছাড়াও তিনি অভিনয় করেছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্ন শকট’ নাটকেও। কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন তিনি। সেগুলো হল হাবিব ফ্যান, কোকাকোলা, মরটিন ও পেপসোডেন্ট টুথপেষ্ট।


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে