লন্ডন প্রবাসী বাংলাদেশের তরুণ ইকবাল ফেরদৌস প্রবাসী বাঙালিদের কাছে তিনি সুপরিচিত। লন্ডনের রেডিও স্টেশন ‘লন্ডনবাংলা’-এর আর জে হিসেবেই নয়, একজন সফল অর্গানাইজার হিসেবে যুক্তরাজ্যের মিডিয়াতে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি।
ব্রিটেনের জনপ্রিয় রেডিও এবং টিভি উপস্থাপক ইকবাল ফেরদৌস ইতোমধ্যেই রেডিও এবং টিভিতে ভিন্নধর্মী নানান অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি কমিউনিটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মেধাবী এই তরুণের প্রথম গল্পগ্রন্থ 'বিয়ান'। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন স্পেন প্রবাসী বিশ্ববিখ্যাত বাঙালি চিত্রশিল্পী মনিরুল ইসলাম আর অলংকরণ করেছেন রবি হাসান। প্রকাশনায় রয়েছে প্রিয়মুখ প্রকাশনী।
এর বাইরে নিজের উদ্যোগে তৈরি করেছেন একটি আন্তর্জাতিক মানের পিআর প্রতিষ্ঠান ‘পিআর কানেকশন’। যার ব্যানারে বিশ্বসেরা ইভেন্টের যাবতীয় সাপোর্ট সরবরাহ করছেন তিনি।