মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। ২০১৩, ১৬ জুন রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় লাসভেগাসে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। পারমিতাই প্রথম বাংলাদেশি অভিবাসী, যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
১৯৯২ সালে পারমিতা যখন তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান, তখন তাঁর বয়স ছিল মাত্র এক বছর। যুক্তরাষ্ট্রের হাটিসবার্গে তাঁর বেড়ে ওঠা। সেখানেই প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা। স্কুলে পড়ার সময় জয় করেন ‘হোমকামিং কুইন’ খেতাব। এরপর ‘মিস লামার কাউন্টি’ ও ‘মিস মিসিসিপি টিন’। তারপর ‘মিস মিসিসিপি’ খেতাব। তাঁর বাবা প্রফেসর অমল মিত্র ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপির এপিডেমিওলোজি ও বায়োস্ট্যাটিসটিক্স বিভাগের অধ্যাপক এবং কমিউনিটি হেলথ সায়েন্সের ফুলব্রাইট স্কলার। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তিনি। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।