ব্রাসেলস, ৪ এপ্রিল- বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বেলজিয়ামে এই প্রথম তিন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এনিয়ে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের হয়েছেন ১,৬৭৭০ জন। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১,৪২২ জন।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭২ জন। এছাড়াও আশংকাজনক ১২০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪২২ জন।
এদিকে, দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার আরোপিত সকল বিধি নিষেধের মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আর/০৮:১৪/৪ এপ্রিল
ব্রাসেলস, ১৭ এপ্রিল- শনিবার (২৬ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর শারমিন শায়লা। বেলজিয়ামের রাজনৈতিক দল pvda পার্টির মনোনয়ন নিয়ে তিনি পার্লামেন্ট এমপি পদপ্রার্থী হিসেবে এন্টারপেন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলজিয়াম জাতীয় নির্বাচনে তিনিই প্রথম কোনো…
ব্রাসেল্স, ১৬ অক্টোবর- বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনের পিবিডিএ পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হন…
ব্রাসেলস, ১২ অক্টোবর- বেলজিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো নারী নির্বাচনে লড়তে যাচ্ছেন। দেশিটির অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শায়লা শারমীন। অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে পিভিডিএ…