আবুধাবি, ০৭ অক্টোবর- চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সংগ্রহ ১৬৭। ফলে জেতার জন্য মহেন্দ্র সিং ধোনির দলকে করতে হবে ১৬৮ রান।
আজ বুধবার আবু ধাবিতে চেন্নাইয়ের বিপক্ষে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে কেকেআর। অন্যদিকে চেন্নাই দলে একটি পরিবর্তন হয়েছিল। পীযূষ চাওলার পরিবর্তে একাদশে জায়গা পান কর্ণ শর্মা।
আরও পড়ুন: তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
দলে পরিবর্তন না হলেও ব্যাটিং অর্ডারে পরিবর্তন ঘটিয়েছিল কেকেআর। ক্রমাগত ব্যর্থতার পর সুনীল নারিনকে দেখা যায়নি ওপেনিংয়ে। পরিবর্তে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামেন রাহুল ত্রিপাঠী।
কলকাতার প্রথম উইকেট পড়ে ৩৭ রানে। পাওয়ারপ্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে কলকাতার রান ছিল ৫২। একপ্রান্তে ক্রমাগত উইকেট হারিয়ে যখন বিপদে কেকেআর তখন অন্যপ্রান্তে আক্রমণাত্মক ত্রিপাঠী হাল ধরেন নাইটদের। ছয়টি চার ও দুই ছয়ের সাহায্যে তাঁর পঞ্চাশ আসে ৩১ বলে। অবশেষে ত্রিপাঠীর ৫১ বলে ৮১ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ১৬৭ রান।
সূত্র : এনটিভি
এন এইচ, ০৭ অক্টোবর