Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ , ১৬ চৈত্র ১৪২৯

গড় রেটিং: 3.2/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৭-২০২০

প্রথম মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম

প্রথম মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম

ঢাকা, ০৭ অক্টোবর- ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য তৈরি করে ই-কমার্স সাইটে বিক্রয়ের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করা এবং নতুন ধরনের নারী উদ্যোক্তা সৃষ্টি করাই মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

সেই ধারাবাহিকতায় ৫ অক্টোবর রাজধানীর দ্য গ্রিন লাউঞ্জ রুফটপ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় গালা রাউন্ড। এতে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী হয়েছেন মেঘনা আলম। তিনি একজন ওমেন লিডারশীপ ট্রেইনার।

মেঘনা আলম পরিবেশ রক্ষা আন্দোলনে যুক্ত থাকতে চান। অন্যান্য ইন্টারন্যাশনাল টাইটেল বিজয়ীরা হলেন মিস এয়ার বাংলাদেশ চামেলি আকতার, তিনি তেজগাঁও কলেজে ইংরেজি বিভাগে অনার্সে অধ্যয়ন করছেন। মিস ফায়ার বাংলাদেশ হয়েছেন ছন্দা কাজি, মিস ওয়াটার বাংলাদেশ হয়েছেন ইয়াসমিন মুশতারি বাঁধন, যিনি এমবিএ করছেন।

চারটি আন্তর্জাতিক টাইটেল ছাড়াও ৬ জন প্রতিযোগীকে দেওয়া হয়েছে বাংলাদেশের ৬টি ঋতুর নামে টাইটেল। মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নাইলা নোমান বারী বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন। সাথে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

আরও পড়ুন:  ডিপজলের ছেলের রাজকীয় বিয়ে, কোটি টাকার কাবিন

উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগীদের প্রস্তুত করেন কোরিওগ্রাফি বুলবুল টুম্পা। পুরো আয়োজনের মূলে ছিলেন চলচ্চিত্র পরিচালক নোমান রবিন।

নাইলা নোমান বারী জানান, এই ১০ জন প্রকৃতি যোদ্ধা নারীদের নিয়ে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা তৈরি করতে সরকার, গ্লোবাল কর্পোরেট, কর্পোরেট ও কূটনৈতিক মহলে কার্যক্রম শুরু করবেন শিগগিরই।

আডি/ ০৭ অক্টোবর

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে