নোয়াখালী, ০৭ অক্টোবর- নোয়াখালীতে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার আসামি সাজুর ৬ দিন এবং অপর দুই আসামি নূর হোসেন রাসেল ও সোহাগের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, বুধবার বিকেল তিনটার দিকে তিন আসামিকে জেলার ৩নং আমলী আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করে পুলিশ।
আরও পড়ুন: গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দেলোয়ারের দুই সহযোগী গ্রেপ্তার
এ বিষয়ে শুনানি শেষে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে দায়ের করা দুই মামলায় সাজুর তিনদিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুই আসামি নূর হোসেন রাসেল ও সোহাগের পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৭ অক্টোবর