Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ মে, ২০২২ , ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৭-২০২০

এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি

এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি

মুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তার মৃত্যু রহস্যের সমাধান হয়নি। এমনই হতাশায় আত্মহত্যার ঘোষণা দিয়ে কলকাতা পুলিশকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেন পশ্চিমবঙ্গের এক সুশান্ত-ভক্ত।

সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছেন তার প্রমাণ কী? বারবার কেন ফরেন্সিক চিকিৎসকরা বক্তব্য পাল্টাচ্ছেন? এই কারণেই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই নারী ভক্ত। এমনকি আত্মহত্যা করার হুমকি দিয়ে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেন তিনি। ওই নারীর পোস্ট দেখেই পুলিশকে খবর দেন নেটিজেনরা। তারপর তৎপর হয় পশ্চিমবঙ্গের পুলিশ।

আরও পড়ুন: প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী

সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে বিস্তর কান্নাকাটি করেন ওই সুশান্ত-ভক্ত নারী। বারবার হুমকি দিয়ে বলেন, তিনি আত্মহত্যা করতে চলেছেন। আবার কখনও এমনও বলেন যে, তিনি একটি চ্যানেলে লাইভ টক শো দেখবেন। তারপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন তিনি।  

ওই নারীর কীর্তিকলাপ দেখে একাধিক ব্যক্তি সামাজিকমাধ্যমে কলকাতা পুলিশকে বিষয়টি জানান। এর পরই পুলিশ তৎপর হয়ে ছুটে যায় ওই নারীর ভবানীপুরের বাড়িতে। তার বাড়িতে হানা দিলে বাড়ির লোকেরা জানান এখন তিনি অন্য একটি জায়গায় আছেন। দক্ষিণ কলকাতার সেই জায়গাটির ঠিকানা বের করে সেখানেও পুলিশ যায়। প্রায় দরজা ভেঙে নারীকে বের করে নিয়ে আসা হয়। বাড়ির লোককে বলা হয়েছে, আবেগপ্রবণ ওই নারীর যেন চিকিৎসা করানো হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এন এইচ, ০৭ অক্টোবর

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে