কলকাতা, ০৬ অক্টোবর- পুজোর মুখে রাজ্যে প্রায় ২৮ হাজার অ্যাক্টিভ করোনা আক্রান্ত৷ এদের মধ্যে কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় মোট ১২ হাজারের বেশি৷ বাকি ২১ জেলায় প্রায় ১৬ হাজার৷ মৃতের দিক থেকেও তালিকার শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা৷
মঙ্গলবারে রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় ১৬ জনের মৃত্যু৷ আর দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা৷ গত ২৪ ঘন্টায় ওই জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷
ফলে এই পর্যন্ত কলকাতায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১,৭৯৯ জন৷ আর উত্তর ২৪ পরগনায় ১,১৯৪ জন৷ দুই জেলায় মোট ২,৯৯৩ জন৷ যেখানে বাংলায় মোট ৫,৩১৮ জন৷ অর্থাৎ বাকি ২১ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২,৩২৫ জন৷ যা ৫০ শতাংশের কম৷
আরও পড়ুন: ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
স্বাস্থ্য দফতের এই তথ্য থেকেই পরিস্কার, করোনায় সংক্রমণ ও মৃতের দিক থেকে কলকাতা ও উত্তর ২৪ পরগানার অবস্থা ভয়াবহ৷ এছাড়া দুই জেলাতেই পুজোর বাজারে বাড়ছে ভিড়৷ বিশেষ করে কলকাতায়৷ তার ফলে দুশ্চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতের৷ তার উপর যদি পুজো পরিক্রমায় দর্শনার্থীরা করোনা বিধি না মানে,তাহলে সংক্রমণ মাত্রা ছাড়া হতে পারে৷
এবার দেখা যাক কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণের পরিসংখ্যান৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় ৭৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট করোনা আক্রান্ত ৬০ হাজার ৬০৮ জন৷ আর উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৭১২ জন৷ মোট আক্রান্ত ৫৫ হাজার ৬৩৬ জন৷
অবশ্য অ্যাক্টিভ আক্রান্তে দিক থেকে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগণা৷ এই জেলায় মোট অ্যাক্টিভ আক্রান্তে সংখ্যা ৬,১০৪ জন৷ আর কলকাতায় ৬,০৪৩ জন৷
এদিকে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩০ জন৷ মোট ৫২ হাজার ৭৬৬ জন৷ আর উত্তর ২৪ পরগণায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৫৭ জন৷ মোট ৫৫ হাজার ৬৩৬ জন৷
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলা৷ হাওড়ায় মোট আক্রান্ত ১৯,৪২৬ জন৷ মৃত ৫৯৩ জন৷ আর দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১৮,৬৪০ জন৷ এই জেলায় মৃত মোট ৩৪০ জন৷
সূত্র : কলকাতা২৪
এন এইচ, ০৬ অক্টোবর