লক্ষ্মীপুর, ০৬ অক্টোবর- লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে হাত, পা ও মুখ বেধে বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার মূল আসামি সোহেল ও জামালের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী সোনিয়া আক্তার তাদের রিমান্ডরে আবেদন মঞ্জুর করেন।
এদিকে আজ বিকালে মামলার অন্য আসামি আরিফ হোসেন ও আলাউদ্দিন নামের আরও দুই আসামিকে নোয়াখালীর চর করিমুল্লাহ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিধবাকে দলবেঁধে ধর্ষণ, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রামগতি উপজেলার কলাকোপা এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘরে ঢুকে এক বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণের পর হাত-পা বেঁধে বাড়ির পেছনে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করনে। এ ঘটনায় সোমবার দুপুরে স্থানীয় বখাটে যুবক জামালসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।
সূত্র : আরটিভি
এন এইচ, ০৬ অক্টোবর