ঢাকা, ০৬ অক্টোবর- ৬ মাসে বিরতি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে যাচ্ছে দেশে। তিন দলের একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ অক্টোবর শুরু হতে যাওয়া আসরটি সামনে রেখে মঙ্গলবার তিন দলের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।
জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল থেকে নির্বাচিতরা অংশ নেবেন এই আসরে। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন দল তিনটির নেতৃত্বে।
স্কোয়াড
মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: এইচপি দলের সব ক্রিকেটারই করোনা নেগেটিভ
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসে দিপু, ইয়াসির আলি চৌধুরী, আকবর আলি, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি। স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন, মেহেদী হাসান রানা।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৬ অক্টোবর