Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ , ১৬ চৈত্র ১৪২৯

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৫-২০২০

ফেসবুক আইডি হ্যাক করে টাকা আদায়, আটক ২

ফেসবুক আইডি হ্যাক করে টাকা আদায়, আটক ২

ঢাকা, ০৫ অক্টোবর- এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে টাকা আদায়ের অভিযোগ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে র‌্যাব সদস্যরা।
 
সোমবার (০৫ অক্টোবর) র‌্যাবের পক্ষ থেকে দুইজনকে আটকের বিষয়টি জানানো হয়। আটক দুইজন হলো-তরিকুর রহমান প্রকাশ মাহিন (১৯) ও একরাম হোসেন প্রকাশ ফায়াজ (১৯)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।  

আরও পড়ুন: প্রতারণার টাকায় অভিজাত হোটেলে সন্তানের জন্মদিন পালন

মো. মাশকুর রহমান জানান, এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে তার কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ডাউনলোড করে পরে ফেক আইডি খুলে সেসব ছবি ওই নারী ও তার আত্মীয়দের পাঠিয়ে দেড় লাখ টাকা দাবি করে। টাকা না পেলে ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। ওই নারীর কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা আদায়ও করে। আরও ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করে হুমকি দিতে থাকে। অভিযোগ পেয়ে র‌্যাব সদস্যরা কৌশলে দুইজনকে আটক করে।

সূত্র : বাংলানিউজ
এম এন  / ০৫ অক্টোবর

অপরাধ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে