দিনাজপুর, ৫ অক্টোবর- দিনাজপুরে অপহরণের ২৫ দিন পার হলেও উদ্ধার হয়নি ইসমত জেরিন নামে ১৭ বছর বয়সী এক ছাত্রী। মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়ে আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বোচাগঞ্জ উপজেলার ধনতলা (শাহাপাড়া) গ্রামের মো. জাহেদের স্ত্রী আফরোজ পারভীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজ পারভীন বলেন, ‘আমার মেয়ে ইসমত জেরিন ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের মো. মজিবর রহমানের ছেলে বিবাহিত ও এক সন্তানের জনক নাজমুল ইসলাম (৩৫) আমার মেয়েকে রাস্তা-ঘাটে উত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে নাজমুল ইসলামের পরিবারের লোকজনকে জানাই এবং মেয়ের সঙ্গে যোগাযোগ না করতে অনুরোধ করি।’
আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এরপর ১০ সেপ্টেম্বর আমার মেয়ে সকাল ১০টার দিকে সেতাবগঞ্জ শহরের স্কয়ার কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে নাজমুল ইসলাম ও তার সহযোগীরা তাকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক অটোভ্যানে তুলে দিনাজপুরের দিকে নিয়ে যায়। খবর জানতে পেরে মেহেদী হাসান, ইশানিয়া ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, আটগাঁও ইউপি সদস্য মো. আহসান ও বরুয়া গ্রামের শুভকে সঙ্গে নিয়ে আমার মেয়েকে উদ্ধার করতে নাজমুলের বাড়িতে গেলে নাজমুল ও তার পরিবারের লোকজন আমাদের বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বাড়ি থেকে বের করে দেয়।
সংবাদ সম্মেলনে আফরোজা পারভীন আরও বলেন, ‘এ বিষয়টি বোচাগঞ্জ থানা কর্তৃপক্ষকে জানালে পুলিশের পরামর্শে গত ১২ সেপ্টেম্বর নাজমুল ইসলাম (৩৫), তার ভাই রুবেল মিয়া (৩০), পিতা মজিবর রহমান (৫৫), নাজমুলের মাতা লায়লা বেগম (৫০) ও নাজমুলের দাদী মর্জিনা বেগম (৭০)-এই পাঁচজনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করি। মামলা করার পর আসামি রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে। পরে সে আদালত থেকে জামিনে রেবিয়ে আসে। আসামি রুবেল জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পর বিষয়টি অবহিত করে ১৭ সেপ্টেম্বর বোচাগঞ্জ থানায় একটি জিডি করি।’
সূত্র: আমাদের সময়
আর/০৮:১৪/০৫ অক্টোবর