কেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় আফ্রিকার বেলকম মেডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাকির হোসেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত কন্টন মিয়ার পুত্র।
আরও পড়ুন: আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
জানা যায়, গত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় অবস্থায় তাকে বেলকম মেডি ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জাকির হোসেনের ভাগ্নে ওয়াহিদ আহমদ।
সূত্রঃ সিলেট টুডে
আডি/ ০৫ অক্টোবর