ঢাকা, ০৫ অক্টোবর- একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী মনসুর উল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে তার ছেলে মাশরুর উল করিম জানান।
তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হলে আট দিন আগে তার বাবাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার তার হার্ট অ্যাটাক হয়।
মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেন।
আরও পড়ুন: সাহিত্য ও সাংবাদিকতার উজ্জ্বল মুখচ্ছবি
সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। দেশের চিত্রশিল্পের অনন্য অগ্রযাত্রায় তার ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এম এন / ০৫ অক্টোবর