দিনাজপুর, ০৫ অক্টোবর- দিনাজপুরের হিলিতে চাঁদাবাজির মামলায় ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঈনুল মাস্টার (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় যৌথভাবে হাকিমপুর ও ঘোড়াঘাট থানায় অভিযান চালিয়ে হিলি স্থলবন্দরের সামনে থেকে তাকে গ্রেফতা করা হয়। গ্রেফতার মইনুল মাস্টার ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চাট সাল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ব্যাংক কর্মকর্তাকে আটকে রেখে ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতারা
হাকিমপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ঘোড়াঘাট থানার চাঁদাবাজির মামলার পলাতক আসামি মইনুল মাস্টার হিলি স্থলবন্দরের সামনে এলাকায় অবস্থান করছে। এরপর হাকিমপুর ও ঘোড়াঘাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হিলি স্থলবন্দরের সামনে এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সম্প্রতি ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার একটি মাদ্রাসা ও মসজিদের নির্মাণ কাজে চাঁদা দাবি করে কাজ বন্ধের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। এর আগেও তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
এছাড়াও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
হাকিমপুর সার্কেলের (অতিরিক্ত দায়িত্ব) সহকারী পুলিশ সুপার মিথুন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৫ অক্টোবর