ঢাকা, ৪ অক্টোবর- অনিয়মের মাধ্যমে দেওয়া ২৯ কোটি টাকা ঋণের অর্থ পাচারের অভিযোগে বিলুপ্ত ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) ছয়জনের বিরুদ্ধে এক মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের সভায় অভিযোগপত্রটি অনুমোদন করা হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
অভিযোগপত্রে নতুন করে বাবুলের ছেলে রাশেদুল হক চিশতীকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে এজাহারভুক্ত আসামিদের মধ্যে বিলুপ্ত ব্যাংকটির এসভিপি জিয়া উদ্দিন আহমেদ ও গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে বাদ দেওয়া হয়।
প্রনব এ প্রতিবেদককে এসব তথ্য জানিয়ে বলেন, “শিগগিরই আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হবে।”
অভিযোগপত্রের অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম, ঋণ পাওয়া প্রতিষ্ঠান মেসার্স লায়লা বনস্পতি প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দীন আলম এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসমিন আলম।
আরও পড়ুন: ভিপি নুরসহ ৬ জনকে গ্রেপ্তার চেয়ে আদালতে আবেদন
২০১৮ সালের ২৮ অক্টোবর রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদি হয়ে এই মামলাটি করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকটির গুলশান কর্পোরেট শাখা থেকে ২৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮২০ টাকা উত্তোলন করে স্থানান্তর, হস্তান্তর করে পাচার করেন।
ভোজ্য তেল আমদানি, প্রক্রিয়াজাত ও সরবরাহের জন্য লায়লা বনস্পতি নামের প্রতিষ্ঠানকে ওই ঋণ দেওয়া হয়েছিল।
সূত্র: বিডিনিউজ
আর/০৮:১৪/০৪ অক্টোবর