নিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে সায়েম শাহরিয়ার (২৪) লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিলেন।
আরও পড়ুন: দায় স্বীকার করে আদালতে ৩ ধর্ষকের জবানবন্দি
সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে ধাক্কা মারলে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুরক্ষা পরীক্ষার পর চালককে ছেড়ে দেয়া হয়। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আডি/ ০৩ অক্টোবর