সেলফিতে নতুন অভিজ্ঞতা দিতে নতুন স্মার্টফোন নিয়ে আসছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। এতে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করেছে ভিভো। এর আগে বাজারে সবচেয়ে বেশি ছিল ৩২ মেগাপিক্সেলের স্মার্টফোন। ভিভো ভি২০ এর মাধ্যমে চলতি বছরের সেরা ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আনবে ভিভো।
আরও পড়ুন: লেনোভো বাজারে নিয়ে আসছে প্রথম ভাঁজ করা পিসি
সম্প্রতি নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আনার ঘোষণা দেয় ভিভো, বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভিভো ভি২০ এর উন্মোচন করা হবে। ৪৪ মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরায় ভিভো যুক্ত করেছে ’আই অটোফোকাস’ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে সেলফি তোলার সময় ক্যামেরা নিজেই বিষয়বস্তুকে বাছাই করে নেবে। এমনকি চলমান অবস্থায়ও স্থির ও পরিষ্কার সেলফি তুলতে সাহায্য করবে এই ’আই অটোফোকাস’ প্রযুক্তি। তাই হাঁটতে হাঁটতে বা চলমান যানবাহনেও পরিষ্কার সেলফি তোলা এখন আরো সহজ হবে। এ ছাড়াও ভিভো ভি২০তে থাকবে ৬৪ মেগাপিক্সেলের নাইট রিয়ার ক্যামেরাও।
এন এইচ, ০১ অক্টোবর