কলকাতা, ১৯ সেপ্টেম্বর- পশ্চিমবঙ্গ অঞ্চলে সুন্দরবনের যে অংশ পড়েছে তাকে বিপন্ন ইকোসিস্টেম বলে ঘোষণা করেছেন চার দেশের বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)’র প্রস্তুতকৃত রেড লিস্ট অব ইকোসিস্টেম (আরএলই) ফ্রেমওয়ার্ক বা শর্ত বিশ্লেষণ করে গবেষকেরা এমন মন্তব্য করেছেন।
ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের গবেষকেরা সায়েন্সডিরেক্ট জার্নালে লিখেছেন, ‘গত কয়েক দশকে মানুষ সুন্দরবনের প্রতি যে আচরণ করেছে তাতে অনেক ক্ষতি হয়েছে। এই অবক্ষয়ের কারণে বনটি আইইউসিএনের ইকোসিস্টেমের বিপন্ন লালতালিকায় পড়ছে। ’
‘কয়েক শতাব্দী ধরে মানুষ তাদের বসতি স্থাপনের জন্য গাছ উজাড় করেছে। যা ম্যানগ্রোভকে অনেকাংশে হ্রাস করেছে এবং হ্রাস পাচ্ছে মাছের জলাশয়। এই দুটি প্রাথমিক কারণে সুন্দরবনকে বিপন্ন ঘোষণা করা হচ্ছে।’
আরও পড়ুন: আমাজনের এক চা চামচ মাটিতে হাজার প্রাণ!
ইকোসিস্টেম পতনের আন্তর্জাতিক মানদণ্ড ধরা হয় আইইউসিএনের এই রেড লিস্ট অব ইকোসিস্টেমসকে (আরএলই)।
এরপরেও অবশ্য বিজ্ঞানীরা সুন্দরবন নিয়ে কিছুটা আশার কথা শুনিয়েছেন। তারা বলেছেন, ‘ম্যানগ্রোভ ধীরে ধীরে স্থিতি অবস্থায় আসছে। বাঘের সংখ্যাও আগের অবস্থায় ফিরছে। আমরা ভারতের সুন্দরবন নিয়ে সতর্কবাদী।’
বিজ্ঞানীরা তাদের এই পর্যবেক্ষণে গত পাঁচ দশকের বিভিন্ন ডেটা বিশ্লেষণ করেছেন।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ১৯ সেপ্টেম্বর