ব্যাংকং, ১৯ সেপ্টেম্বর- মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে গৃহীত নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত খুলে দিচ্ছে থাইল্যান্ড। এতে বিদেশি পর্যটকরা থাইল্যান্ডে গিয়ে ৯০ দিন থেকে ২৭০ দিন (৯ মাস) অবস্থান করতে পারবেন।
তবে থাইল্যান্ডে পৌঁছার পর অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশেষ এ পর্যটক ভিসা প্রকল্পের মাধ্যমে ১২ বিলিয়ন আয় হবে বলে আশা করছে দেশটির সরকার।
আরও পড়ুন- ছন্দে ফিরছে পাহাড়ি পর্যটন
থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা মঙ্গলবার বলেছেন, মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থান ও ভ্রমণ করতে আগ্রহী কিংবা এখানকার চিকিৎসা সেবা নিতে চান এমন পর্যটকদের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আগামী মাসে থাই সরকারের নতুন এ প্রকল্প কার্যকর করা হবে যার মেয়াদ শেষ হবে আগামী বছরের নভেম্বরে।
সূত্র: ব্যাংকং পোস্ট
এমএ/ ১৯ সেপ্টেম্বর