সাক্রামেন্টো, ০৬ সেপ্টেম্বর- যুক্তরাজ্যের জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে আটকে পড়েন কয়েক ডজন পর্যটক।
অঙ্গরাজ্যটির পাহাড়ঘেরা একটি হৃদে ঘুরতে গিয়ে আচমকা দাবানলের মুখে পড়েন তারা। তাদের উদ্ধারে বড় ধরনের অভিযান চালানো হয়।
ফ্রসনো শহরে উত্তর-পশ্চিমে ৪০ মাইল দূরে একাধিক হেলিকপ্টার করে উদ্ধার করা হয় পর্যটকদের।
মামথ পুল রিজার্ভায়র নামে চারিদিকে পাহাড়ঘেরা হৃদটিতে ঘুরতে গিয়েছিলেন তারা। প্রতিবছর অসংখ্য মানুষ হৃদটিতে ঘুরতে যায়।
আরও পড়ুন: মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৪
৫ হাজার একরের সিয়েরা ন্যাশনাল ফরেস্টে মধ্যে এ হৃদটি অবস্থিত। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় দাবানলের সূত্রপাত হয়।
এক টুইটে ফ্রেসনো কাউন্টি অগ্নি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, সামরিক হেলিকপ্টার করে অন্তত ৬৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের ফ্রেসনো ইন্টারন্যাশনাল্র বিমানবন্দরে আনা হয়েছে। এর মধ্যে দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
আগস্টে ভয়াবহ দাবানলের মুখে পড়ে ক্যালিফোর্নিয়ার হাজার হাজার একর বনাঞ্চল। ওই মাসে অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের বনাঞ্চলে প্রায় ৫৬০টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ০৬ সেপ্টেম্বর