শেরপুর, ২১ আগস্ট - শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আনোয়ার হোসেন(৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শেরপুর শহরের নয়আনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন।তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। বুধবার (১৯ আগস্ট) রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ারকে নিয়ে করোনা ভাইরাসে জেলায় সাতজনের মৃত্যু হলো।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন বুধবার রাতে করোনায় আনোয়ার হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শেরপুরে সেই ইউপি চেয়ারম্যান ঘুষের টাকা ফেরত দিলেন
ইউএইচএফপিও মোবারক হোসেন বলেন, গত মঙ্গলবার আনোয়ারের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। এরপর তিনি শহরের চাপাতলী এলাকার বাসায় আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে নয়টায় মারা যান তিনি ।
এদিকে, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুর রউফ জানান, গত বুধবার শেরপুর সদরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁকে নিয়ে জেলায় কোভিট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জন।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২১ আগস্ট