Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৮ আগস্ট, ২০২২ , ২৪ শ্রাবণ ১৪২৯

গড় রেটিং: 3.0/5 (35 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৮-২০২০

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ ভাই নিহত, আরেক ভাই আহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ ভাই নিহত, আরেক ভাই আহত

নিউইয়র্ক, ১৯ আগস্ট - যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে তাদের আরেক ভাই ও গাড়িতে থাকা একজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়ে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে গাড়িতে করে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা নিহত দুই ভাই হলেন- মোজাম্মেল হক রাসেল (৩০) ও তার ছোট ভাই হিমেল (২৪)। মোজাম্মেল যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিকে শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠাবে: রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, মোজাম্মেল গাড়ি চালাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে তাদের দুই ভাইয়ের মৃত্যু হয়। এসময় তাদের আরেক ভাই আনিসুল হক আপেল (২৩) এবং গাড়িতে থাকা কেনেডি অপি (১৮) নামে আরেকজন আহত হন। তাদের স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

দুর্ঘটনায় অন্য গাড়িটির চালকও ঘটনাস্থলে মারা যান।

রাসেলের বাবা জানান, রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।

মোজাম্মেল নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

এন এইচ, ১৯ আগস্ট

যূক্তরাষ্ট্র

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে