Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ , ১৬ চৈত্র ১৪২৯

গড় রেটিং: 3.0/5 (37 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৭-২০২০

সিঙ্গাপুরে অভিবাসন সংক্রান্ত অপরাধ, ৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

সিঙ্গাপুরে অভিবাসন সংক্রান্ত অপরাধ, ৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

সিঙ্গাপুর সিটি, ১৭ আগস্ট - সিঙ্গাপুরের এক নাগরিকসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এ খবর জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার ব্যক্তিদের কমপক্ষে ৬ মাসের জেল অথবা সর্বোচ্চ দুই বছরের জেল দেওয়া হতে পারে। সঙ্গে জরিমানা করা হতে পারে ৬ হাজার ডলার।

আইসিএ এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজন বাংলাদেশি। একজন সিঙ্গাপুরের নাগরিকও আছেন। তাদের বয়স ২৫ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।\

আরও পড়ুন: বাংলাদেশির মাথা ফাটিয়ে আদালতে ‘ভান’ ধরছেন সিঙ্গাপুরের অভিনেতা

সংবাদমাধ্যম বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। তারা অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ।

এন এইচ, ১৭ আগস্ট

সিঙ্গাপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে