রাজবাড়ী, ১৫ আগস্ট - রাজবাড়ীতে নতুন করে আরও ৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১৯ জনে।
শুক্রবার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত ১০ আগস্ট ১৫৮ জনের নমুনা ঢাকায় পাঠিয়ে বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ ৭৪ জনের নমুনার পজিটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে- সদর উপজেলায় ৪৫ জন, কালুখালীতে ৩ জন, গোয়ালন্দে ৭ জন এবং পাংশায় ১৯ জন রয়েছেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে নতুন করে আরও ৮৭ জনের করোনা পজেটিভ
জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৫৩ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৫০ জন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ আগস্ট