শেরপুর, ১১ আগস্ট - শেরপুরে এক স্বাস্থ্য পরিদর্শক ও দুই পুলিশ কনস্টেবলসহ নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবার রাতে শেরপুর জেলার ৫৩টি নমুনা পরীক্ষায় ওই ৭ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
আক্রান্তদের মধ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য পরিদর্শক, শেরপুর পুলিশ লাইন্সের দুই পুলিশ কনস্টেবলসহ চারজন এবং নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ১ জন করে রয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান আনওয়ারুর।
আরও পড়ুন: শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীম করোনায় আক্রান্ত
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৬৯ জনের; যার মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ৪ হাজার ৬৯৮ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন, সুস্থ হয়েছেন ৩০৩ জন এবং মারা গেছেন ৪ জন। এছাড়া ময়মনসিংহ পিসিআর ল্যাবে আরও ১৭১টি নমুনা এখনও পরীক্ষার জন্য জমা পড়ে আছে।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১১ আগস্ট