শেরপুর, ২৮ জুলাই- শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর নাঈমুর রহমান নাঈম নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা। সোমবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার বেতমারি ধনুয়া বদুনী বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার দুপুরে বন্ধুদের সাথে ধনুয়া বদুনী বিলে বন্যার পানি দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলেন তিনি। এনিয়ে জেলায় এক সপ্তাহে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক
ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। চরাঞ্চলের পানিবন্দী মানুষদের দুর্ভোগ বেড়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ তৎপরতা অপ্রতুল হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষের কষ্টের সীমা নেই। পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বন্যার কারণে শেরপুর-জামালপুর-বনগা সড়কে গত ১০ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
সূত্র: চ্যানেল আই
আর/০৮:১৪/২৮ জুলাই