Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২০ মে, ২০২২ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

গড় রেটিং: 3.0/5 (40 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৩-২০২০

শেরপুর সদর থানার ওসি করোনা আক্রান্ত

শেরপুর সদর থানার ওসি করোনা আক্রান্ত

শেরপুর, ০৪ জুলাই- শেরপুরে এবার নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। তাকে নিয়ে ২৬ পুলিশ সদস্যসহ জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা এখন ২৪৮। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।

শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে কাজ করছিলেন ওসি মামুন। এর আগে একবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হলেও বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেরপুরের ৩৫ জনের নমুনা পরীক্ষায় কেবল ওসি মামুনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে।

শেরপুরে নমুনা পরীক্ষার তুলনায় করোনা আক্রান্তের হার ৭ শতাংশ, সুস্থতার হার ৮১ শতাংশ এবং মৃত্যু হার মাত্র ১ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ।

সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ২৪৮ জনের আক্রান্তের বিষয়ে জানা গেছে। জেলায় আক্রান্তদের মধ্যে ২৬ জন পুলিশ সদস্য এবং চিকিৎসক-৯ জন, নার্স-২ জন, অন্যান্য স্বাস্থ্য কর্মী ৩০ জনসহ মোট ৪১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০১ জন। মারা গেছে ৩ জন।

এরমধ্যে এ পর্যন্ত শেরপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০২ জন, সুস্থ হয়েছেন ৮৫ জন, মারা ১ জন, শ্রীবরদী উপজেলায় আক্রান্ত হয়েছেন ২১ জন, সুস্থ হয়েছেন ১৯ জন, ঝিনাইগাতী উপজেলায় আক্রান্ত ২৫ জন, সুস্থ হয়েছেন ২০ জন, নকলা উপজেলায় আক্রান্ত ৪৭ জন, সুস্থ হয়েছেন ৪০, মৃত ১ জন এবং নালিতাবাড়ী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন, সুস্থ হয়েছেন ৩৭ জন, মৃত ১ জন।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আরও ১৪৬টি নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে আছে বলেও সিভিল সার্জন জানান।

সূত্র: যুগান্তর 

আর/০৮:১৪/৪ জুলাই

শেরপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে