রাজবাড়ী, ৩০ জুন- রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ২১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে উপজেলা এলাকার নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ। গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয়েছে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা, যদু মাতবরপাড়া, নতুনপাড়া, হাতেম মণ্ডলপাড়া, লালু মণ্ডলপাড়া, ইদ্রিসপাড়া, মালতপাড়া, জয়দার মণ্ডলপাড়া, ২ নম্বর বেপারীপাড়া, বাহিরচর গ্রাম, দেবগ্রাম ইউনিয়নের বেতকা, রাখালগাছি, মধু সরদারপাড়া, জলির মুন্সিরপাড়া ও কাউয়ালজানি গ্রাম এলাকা। সেখানে পায়েহাঁটা পথসহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের বাসিন্দারা এখন খেয়া নৌকায় যাতায়াত করছে।
এদিকে ব্যস্ততম দৌলতদিয়া লঞ্চঘাটের কাঠের তৈরি পদচারী সেতুর একাংশ পানিতে তলিয়ে গেছে। ফলে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা।
সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/৩০ জুন