খার্তুম, ২১ ডিসেম্বর- সুদানে বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয়। ১৬ ডিসেম্বর সকাল সাতটা ত্রিশ মিনিটে এসপি সাঈদ তারিকুল হাসান (কমান্ডার বেনএফ পি ইউ-থ্রি, রোটেশন-ফোর) এর নেতৃত্বে স্মৃতিসৌধে ফুল দেয়া হয়। সশস্ত্র সালামের মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বিজয় দিবস উদযাপনের এই স্মৃতিসৌধের ডিজাইন ও নির্মাণ করেন তরুন লেখক রহমান শেলী।
উল্লেখ যে, পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধ করে ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে। তাদের স্মরণে স্মৃতিসৌধের নাম করা হয় ‘প্রথম প্রতিরোধ’ দেশের সীমানা পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে সুদানে শান্তিরক্ষায় কাজ করছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ বিজয় দিবস পালন করে দেশের গৌরব বৃদ্ধি করেছে বাংলাদেশ পুলিশ।