লক্ষ্মীপুর, ২৩ জুন- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারী আনোয়ার হোসেন (৫৭) মারা গেছেন।
সোমবার রাত ৯টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আনোয়ার হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ বাঞ্চানগর এলাকার আলি আজমের ছেলে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে আনোয়ার হোসেনের মরদেহ সদরে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
তিনি আরো জানান, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ও নোয়াখালী থেকে একজনসহ ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০৯ জনে পৌঁছালো।
সূত্র : সমকাল
এম এন / ২৩ জুন