Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১ জুলাই, ২০২২ , ১৭ আষাঢ় ১৪২৯

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১৬-২০২০

লক্ষ্মীপুরে করোনায় মৃত্যু ৩, উপসর্গে ১

লক্ষ্মীপুরে করোনায় মৃত্যু ৩, উপসর্গে ১

লক্ষ্মীপুর, ১৬ জুন- লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে এবং আরেকজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি রায়পুর বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি। মঙ্গলবার দুপুরে জ্বর সর্দি নিয়ে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার পর রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা আ.স.ম ফয়সালসহ রামগঞ্জে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মীয় নিয়ম মেনে মৃতদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ  জানিয়েছে, লক্ষ্মীপুরে নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৮জনে। এর মধ্যে মারা গেছেন ৯ জন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন চন্দ্র পাল জানান, গত কয়েকদিনে করোনায় প্রাণহানিসহ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর থেকে জেলা সদরসহ আরও ৫টি উপজেলা লকডাউন শুরু হয়েছে। এর মধ্যে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে রামগঞ্জ পৌর সভা, রায়পুর পৌরসভাসহ জেলা সদরের লক্ষ্মীপুর পৌরসভার ৬, ৭,  ১৫ ও ৫নং ওয়ার্ডের আংশিক এবং সদর উপজেলার ৭টি ইউনিয়ন। লকডাউন করা ইউনিয়নগুলো হচ্ছে দক্ষিণ হামছাদী, দালাল বাজার, পাবর্তী নগর, বাঙ্গাখাঁ, কুশাখালী, মান্দারী, ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন। এছাড়া রামগতি পৌরসভার চর আলেকজান্ডার, কমলনগর উপজেলার চর লরেঞ্চ, চর ফলকন, হাজির হাট ও তোরাবগঞ্জ ইউনিয়নকে রেডজোন হিসেবে ঘোষণা করেছে জেলা ও স্থানীয় প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ।

সূত্র : সমকাল
এম এন  / ১৬ জুন

লক্ষীপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে