রাঙ্গামাটি, ১৫ জুন - রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় স্বামী চিংসুই উ মারমাকে (৫০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী পুলুমা মারমা (৪০)।
রোববার (১৪ জুন) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মহাজন পাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য উসিখই মারমা জানান, স্বামীর মদ্যপান নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়েছে বলে জানা গেছে। এক পর্যায়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেন পুলুমা মারমা।
কাউখালী বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, পারিবারিক কলহে স্বামীকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ জুন