রাঙামাটি, ১৪ জুন- রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজারে অগ্নিকাণ্ডে ৪৭টি দোকান ও ৪০টি বসতঘর পুড়ে গেছে।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল পৌনে ৪টার দিকে সুবলং বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন চারিদিক ছড়িয়ে পড়লে আশপাশে থাকা দোকান ও বসতঘর পুড়ে যায়। রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে ৩টি টিম, স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বেশিরভাগ দোকানদার করোনাভাইরাসের কারণে তালাবদ্ধ করে রাঙামাটি শহরের অবস্থা করছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা জানান, বাজারের একটি বসতঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সুবলং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুধ মিলন চাকমা জানান, আগুনে ৪৭টি দোকান ও ৪০টি বসতঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি তথ্যসেবা কেন্দ্র ও সুবলং ইউপির গোডাউন পুড়ে গেছে।
সূত্র: সমকাল
এম এন / ১৪ জুন