ঝালকাঠি, ১১ জুন- ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে হারুন অর রশিদ (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের খাওখির গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন।
মৃতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ ধরে হারুন অর রশিদ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতে বসেই চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় পরিবারের লোকজন। হাসপাতালে নেওয়ার আগেই সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
তিন মুফতি ও দুজন হাফেজের নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন শাবাব ফাউন্ডেশন মৃতদেহ জানাজা শেষে দাফন করে।
সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/১১ জুন