নয়াদিল্লী, ১৬ নভেম্বর- ভারতের রজধানী নয়াদিল্লীর পিতমপুরা এলাকায় একটি অফিসে ২৭ বছর বয়সী এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন।
গত বুধবার এ ঘটনার পর দিল্লীর পুলিশ বলছে, এ ধরণের ঘটনা রাজধানীতে মহিলাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে।
বর্ধমান প্লাজা টাওয়ারের ৪ তলায় ওই মহিলা একটি এয়ারলাইন ই-টিকেটিং এজেন্সিতে চাকরি করেন। তিনি অভিযোগ করেন, দুই যুবক পানীয়র সঙ্গে চেনতানাশক খাইয়ে অফিসেই তাকে ধর্ষণ করে। ধর্ষকদের আটক করেছে পুলিশ।
নির্যাতিত ওই মহিলা উত্তর-পশ্চিম দিল্লীর রানিবাগের বাসিন্দা। তিনি জানান, ওই দুই যুবক টিকেট বুকিংয়ের অজুহাতে অফিসে এসেছিল। প্রাথমিক কথাবার্তার পর যুবকরা তাকে ড্রিঙ্কসের অফার দেয়। তাদের অফারে তিনি রাজি হয়ে যান।
অভিযুক্তদের একজন পানীয়তে ঘুমের বড়ি মিশিয়ে দেয়। তা খেয়ে মহিলা চেতনা হারান। পরে ভেতর থেকে দরজা বন্ধ করে যুবকরা মহিলাকে গণধর্ষণ করে।
পুলিশ বলছে, অফিসের অন্যরা চলে গেলেও ওই মহিলা সদ্য পরিচিতদের সঙ্গে সন্ধ্যার পরও ড্রিঙ্কস করছিল। জ্ঞান ফেরার পর বাড়িতে গিয়ে ঘটনার কথা প্রকাশ করে। পরদিন পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়।