ঝালকাঠি, ০২ জানুয়ারি- ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির (জাপা) ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে জেলা জাপা’র কার্যালয় থেকে দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। এসময় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শহর জাপার যুগ্ম আহ্বায়ক একেএম বেলায়েত হোসেনসহ আরও অনেকে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন কে / ০২ জানুয়ারি