মাস্কট, ১৪ জানুয়ারি- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক যুবক ওমান থেকে ইরান হয়ে নদী পথে গ্রীস যাবার জন্য স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত বোটের মেশিনে পড়ে গলা গেটে প্রাণ হারিয়েছেন।
নিহত বাপ্পু রায় (২৫)। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের ছেলে।
গত ১০ জানুয়ারি ইরানে এ ঘটনাটি ঘটেছে।
ইরানের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে রেখেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে বৈধ ভিসা নিয়ে ওমানে যায় বাপ্পু রায়। সেখানে তার দুই ভাই রয়েছেন।
চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দালালের মাধ্যমে গ্রীস যাবার স্বপ্ন থেকে বাপ্পু রায়। স্বপ্ন পূরণ করতে আরেক স্বপ্নের দেশ গ্রীস যাবার জন্য নদী পথ বেচে নেয় দালাল ও বাপ্পু।
এমএ/ ০৬:৩৩/ ১৪ জানুয়ারি