কায়রো, ১৯ জানুয়ারি- মিশরে বাঙালি শ্রমিকরা যাতে লিবিয়ায় গিয়ে প্রতারিত না হয়, সে লক্ষ্যে ৭ জানুয়ারি বিকেলে মিশরে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে প্রবাসী কল্যাণ সংগঠন মিশরের প্রতিনিধিরা রাষ্ট্রদূত মিজানুর রহমানের সাথে বৈঠক করেছেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সমাধানের উপায় নিয়ে রাষ্ট্রদূতের সাথে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত মিজানুর রহমান বলেন, "মিসরে প্রতিটি বাংলাদেশি আমার কাছে সরকারের দেওয়া আমানত। তাই সবাই মিলেমিশে দেশের সুনাম ধরে রাখবে সেটাই প্রত্যাশা। সেই সাথে স্থানীয় সরকারের নিয়মবহির্ভূত কোনো বেআইনি কার্যকলাপে জড়ানো যাবে না। কোনো অবস্থাতেই অবৈধভাবে লোক আনা যাবে না। আর যারা বৈধভাবে আসে তারা যেন পালিয়ে গিয়ে অবৈধ হয়ে না যায় সে ব্যাপারে মালিকপক্ষসহ সবাইকে সচেতন থাকতে হবে।"
রাষ্ট্রদূত প্রবাসী কল্যাণ সংগঠন মিসরের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দূতাবাসের থার্ড সেক্রেটারি মো. কামরুজ্জান ভুইয়া বলেন, “গার্মেন্টস মালিক ও বাংলাদেশি ম্যানেজারেরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে লিবিয়া পালিয়ে যাওয়া অনেকাংশ কমে যাবে।”
বৈঠকে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সংগঠনের সেক্রেটারি মোহাম্মাদ সেকান্দার, সহ-সেক্রেটারি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নাসির, সহকারী অর্থসম্পাদক রবিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ইদ্রিস, সহকারী প্রচার সম্পাদক নুর আলম ও শ্রমিক নেতা ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।