DESHEBIDESHE
টরন্টো, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ , ১৪ ফাল্গুন ১৪২৭
আবদুল মান্নান
ড. আবদুল মান্নানের জন্ম চট্টগ্রামে। পড়াশোনা করেছেন সেখানকার সেন্ট প্লাসিডস হাই স্কুলে। এরপর চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে পিএইচ-ডি করেছেন ড. মান্নান।
কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৩ সালে এখানকার ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনায় যোগ দিয়ে যার শুরু। দীর্ঘ কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি নানা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৬ সালের ৩ নভেম্বর তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে কয়েক বছর এ দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে তিনি বিশ্ববিদ্যালয়ে থেকে অবসর গ্রহণ করেন।
দেশ ও দেশের বাইরে তাঁর অনেক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে নিয়মিত অংশ নেন। দেশের রাজনীতি নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন তিনি।
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper